এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে তাঁরই এক সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে, শিয়ালদহ স্টেশন থেকে। ধৃতের নাম রাজবীর সিংহ (৪৪)। প্রহ্লাদ শর্মা (২২) নামে ওই ব্যবসায়ীকে খুনের ঘটনায় রাজবীরই মূল অভিযুক্ত বলে জেনেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জোড়াসাঁকো থানার কাশীনাথ মল্লিক লেন থেকে প্রহ্লাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের দেহের ময়না-তদন্তের রিপোর্টে বলা হয়েছে, তাঁকে গলা টিপে হত্যা করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বছর সাতেক আগে ক্যুরিয়ারের ব্যবসা করতে রাজস্থান থেকে কলকাতায় আসেন প্রহ্লাদ ও রাজবীর। তাঁরা কাশীনাথ মল্লিক লেনে পাঁচতলা একটি বাড়ির একতলায় ভাড়া থাকছিলেন। পুলিশ জেনেছে, মাঝেমধ্যেই প্রহ্লাদ ও রাজবীরের মধ্যে ঝামেলা হত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক কারণকে কেন্দ্র করেই তাঁদের মধ্যে গোলমালের সূত্রপাত হয়।
রবিবার প্রহ্লাদ খুন হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রাজবীর। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের পিছনে শুধুমাত্র ব্যবসায়িক গোলমাল না অন্য কোনও কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।