Bus Service

ভাড়া বিতর্কে বন্ধ থাকছে বাস

মালিকপক্ষের অভিযোগ, লিটার প্রতি ডিজ়েলের দাম বেড়েছে ১০ টাকারও বেশি। অথচ সেই তুলনায় যাত্রী মিলছে না। ফলে পরিষেবা সচল রাখতে বাড়তি ভাড়া দাবি করতে হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০২:২১
Share:

—ফাইল চিত্র

লোকাল ট্রেন চালু হওয়ার পরে বিভিন্ন রুটের বাসে যাত্রী কিছুটা বেড়েছে। কিন্তু ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির একাধিক বাস রুটে তাঁদের থেকে বর্ধিত হারে ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ। যাত্রীরা বর্ধিত ভাড়া দিতে না চাওয়ায় আজ, বুধবার থেকে ১, ১বি, ১এ, ৪২ এ / বি, সি, ১২৩, ৩৯-সহ কম-বেশি প্রায় ১২টি রুটে বাস বন্ধ রাখার কথা জানিয়েছে মালিক সংগঠন। বাসগুলি মূলত রুবি হয়ে চলাচল করে।

Advertisement

মালিকপক্ষের অভিযোগ, লিটার প্রতি ডিজ়েলের দাম বেড়েছে ১০ টাকারও বেশি। অথচ সেই তুলনায় যাত্রী মিলছে না। ফলে পরিষেবা সচল রাখতে বাড়তি ভাড়া দাবি করতে হচ্ছে। কিন্তু যাত্রীরা বর্ধিত ভাড়া দিতে না চাওয়ায় পরিষেবা বন্ধ করা ছাড়া গতি নেই।

সমস্যার কথা মেনে নিয়েছেন বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক প্রদীপনারায়ণ বসু। তাঁর আরও অভিযোগ, করোনা-পর্বে সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য বাস দেওয়া হলেও তার প্রাপ্য মেটাচ্ছে না সরকার। জমে গিয়েছে বিপুল বকেয়া। প্রদীপবাবু জানান, বিষয়টি পরিবহণ দফতরের অধিকর্তাকে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement