বিধি ভেঙে উড়ালপুলে লরি-বাস এবং দুর্ঘটনাও

লরি উঠে পড়েছিল উল্টোডাঙা উড়ালপুলের একটি দিক। তিন বছর আগের সেই ঘটনার পরেও টনক নড়েনি পূর্ত দফতরের। সারাদিনই লরি, বাস অবাধে এবং বিপজ্জনক গতিতে যাতায়াত করছে বাগুইআটি উড়ালপুলের উপর দিয়ে। সোমবার বৃষ্টির সকালে একটি দূরপাল্লার বাস তীব্র গতিতে চলতে গিয়ে ধাক্কা মারে উড়ালপুলের ডিভাইডারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:৫৯
Share:

ডিভাইডারের ভাঙা অংশ। সোমবার, বাগুইআটি উড়ালপুলে। — নিজস্ব চিত্র

লরি উঠে পড়েছিল উল্টোডাঙা উড়ালপুলের একটি দিক। তিন বছর আগের সেই ঘটনার পরেও টনক নড়েনি পূর্ত দফতরের। সারাদিনই লরি, বাস অবাধে এবং বিপজ্জনক গতিতে যাতায়াত করছে বাগুইআটি উড়ালপুলের উপর দিয়ে। সোমবার বৃষ্টির সকালে একটি দূরপাল্লার বাস তীব্র গতিতে চলতে গিয়ে ধাক্কা মারে উড়ালপুলের ডিভাইডারে। এরে জেরে ভেঙে যায় ডিভাইডারের একটি অংশ।

Advertisement

সোমবার সকাল সওয়া ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে। বাগুইআটি ট্রাফিক গার্ড সূত্রে খবর, বিমানবন্দরের দিক থেকে বহরমপুর থেকে আসা একটি বাস উড়ালপুলে ওঠে। কিছুটা যাওয়ার পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডার ভেঙে বাসটি ঢুকে পড়ে উল্টোদিকের লেনে। ওই লেনের একটি গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। জখম হন গাড়ির যাত্রীরা। দুর্ঘটনার জেরে ঘণ্টা দু’য়েক যানজট হয় ভিআইপি রোডে। পরে ক্রেন এনে বাসটি সরানোর পরে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ধাক্কায় উড়ালপুলের রেলিং ভেঙে গেলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এমনকী বিমানবন্দরগামী লেনের কোনও গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলেও দুর্ঘটনার ভয়াবহতা বাড়তে পারত।

Advertisement

ভিআইপি রোডকে যানজট মুক্ত রাখতেই জোড়ামন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত উড়ালপুল তৈরি হয়েছিল। যাতে জোড়ামন্দির, বাগুইআটি ও কেষ্টপুর— এই তিন জায়গায় সিগন্যালে আটকে ভিআইপি রোডে গাড়ির গতি শ্লথ না হয়ে যায়। সেই সময়ে ঠিক হয়েছিল, ছোট গাড়িগুলি জোড়ামন্দির এলাকায় উড়ালপুলে উঠে একেবারে দমদম পার্কে গিয়ে নামবে। বাস্তবে দেখা যাচ্ছে ওই তিনটি সিগন্যাল এড়াতে লরি এবং দূরপাল্লার বাসও উঠে পড়ছে উড়ালপুলে। রাতের দিকে অনেক সময়েই উড়ালপুলের উপর দিয়ে বেপরোয়া গতিতে লরি ছুটতে দেখা যায়।

ভেঙে পড়ার পরে নতুন করে চালু হতেই উল্টোডাঙা উড়ালপুলে ভারী গাড়ির চলাচল নিষিদ্ধ করেছে কেএমডিএ। এ জন্য বাইপাসের দিক থেকে উল্টোডাঙা উড়ালপুলে উঠতে গেলে পুলিশের ড্রপগেট আর বাম্পার পেরোতে হয়। আর বড় গাড়ি আটকাতে ভিআইপি রোড ও ই এম বাইপাস— দু’দিকেই হাইগেট বসিয়ে দেওয়া হয়েছে।

বাগুইআটি ট্রাফিক গার্ডের এক আধিকারিক জানান, উল্টোডাঙা উড়ালপুলের মতো বাগুইআটি উড়ালপুলের ক্ষেত্রেও এমন ব্যবস্থা নিক পূর্ত দফতর। তাঁরা বিষয়টি পূর্ত দফতরকে জানিয়েছেন বলেও জানান ওই আধিকারিক। তবে এ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। বিধাননগর কমিশনারেটের ডিসি ট্রাফিক বদলি হওয়ার পরে এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন কমিশনারেটের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই। তিনি বলেন,‘‘দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

পূর্ত দফতরের বারাসত হাইওয়ে ডিভিশনের অধীনে রয়েছে ভিআইপি রোড। সেখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্য বসু জানান, দফতরের উচ্চতর বিভাগ যদি নির্দেশ দেয় তবে হাইগেট বসিয়ে উড়ালপুলে বড় গাড়ির চলাচল আটকানো যাবে। দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,‘‘বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement