Bombing

সংঘর্ষের জেরে বোমাবাজি, ধৃত

তদন্তে নেমে দু’পক্ষের সাত জনকে গ্রেফতার করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় পুলিশি প্রহরাও বসানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০৯:২২
Share:

মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ পঞ্জাবি গ্যারেজ সংলগ্ন এলাকায় বহিরাগতেরা এসে হামলা চালায় বলে অভিযোগ। —প্রতীকী চিত্র।

সপ্তাহখানেক আগে প্রকাশ্যে বন্দুক নিয়ে খুনের চেষ্টা হয়েছিল শহরে। তার রেশ কাটতে না কাটতেই এ বার দফায় দফায় সংঘর্ষ ও বোমাবাজি ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হল মানিকতলা থানার বাগমারির পঞ্জাবি গ্যারেজ। ঘটনায় এক যুবকের মাথা ফেটেছে। তদন্তে নেমে দু’পক্ষের সাত জনকে গ্রেফতার করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় পুলিশি প্রহরাও বসানো হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ পঞ্জাবি গ্যারেজ সংলগ্ন এলাকায় বহিরাগতেরা এসে হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়েরা জানান, পাড়ার একটি ক্লাবের সামনে বসে থাকা কয়েক জন যুবকের উপরে হামলা চালায় বাইকে চেপে আসা কয়েক জন। স্থানীয়েরা সেখানে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, তখনই চলে দেদার বোমাবাজি। এর পরে লালবাজার ও মানিকতলা থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের খবর, সিন্ডিকেটের পুরনো বিবাদের জেরেই এই গোলমাল। এর আগেও একাধিক বার এলাকায় সংঘর্ষ হয়েছে। সেই সূত্রেই এই হামলা। বুধবার ঘটনাস্থলেগিয়ে দেখা গেল, নির্মীয়মাণ বাড়ির দেওয়াল থেকে শুরু করে রাস্তায় বোমা বিস্ফোরণের দাগ স্পষ্ট। লালবাজারের এক কর্তা বলেন, ‘‘দু’টি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। আর কেউ যুক্ত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement