Bomb

বোমাতঙ্কের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত

লাইনের কাছে কিছু সুতলি বোমা পাওয়া গিয়েছে। সেগুলি দ্রুত সরিয়েও দেওয়া হয়েছে। এখন রেল পরিষেবা ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০৮:৪২
Share:

ফাইল চিত্র।

সাত সকালে বোমাতঙ্কের জেরে সাময়িক ভাবে ব্যাহত হল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। রেল সূত্রের খবর, সকালে বন্ডেল গেটের কাছে বোমা পড়ে থাকতে দেখেন কয়েক জন স্থানীয় বাসিন্দা। সঙ্গে সঙ্গে খবর যায় জিআরপি-র কাছে।

Advertisement

যে লাইনের কাছে বোমা পাওয়া যায়, সেটি দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। ফলে সামগ্রিক ভাবে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়। বাকি লাইনগুলি দিয়ে ধীর গতিতে ট্রেন চালানো হয়। ফলে সমস্যায় পড়েতে হয় শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের।

রেল সূত্রে জানা গিয়েছে, লাইনের কাছে কিছু সুতলি বোমা পাওয়া গিয়েছে। সেগুলি দ্রুত সরিয়েও দেওয়া হয়েছে। ঘণ্টা দুয়েক পরে রেল পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়।

Advertisement

আরও পড়ুন: মন্ত্রিসভায় ছাড়পত্র পেলেও সংসদে কবে পেশ হবে নাগরিকত্ব বিল তা নিয়ে নাটক জারি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement