রেললাইনের ধারে যুবকের গলা কাটা দেহ

রেললাইনের ধারে মিলল এক ব্যক্তির গলা কাটা দেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বামনগাছিতে। মৃতের নাম প্রদীপ কর (৪০)। তিনি বামনগাছির মুফতিপাড়ার বাসিন্দা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০০:৩৪
Share:

প্রদীপ কর

রেললাইনের ধারে মিলল এক ব্যক্তির গলা কাটা দেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বামনগাছিতে। মৃতের নাম প্রদীপ কর (৪০)। তিনি বামনগাছির মুফতিপাড়ার বাসিন্দা।

Advertisement

পুলিশ জানিয়েছে, কী ভাবে ঘটনাটি ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। এ দিনের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর, বারাসতের পরের স্টেশন বামনগাছির রেললাইনে গলা কাটা, ক্ষতবিক্ষত অবস্থায় দেহটি প্রথমে দেখতে পান স্থানীয়েরা। তাঁরাই জানান, এলাকায় সমাজবিরোধী কাজকর্মের প্রতিবাদ করায় ঠিক এই জায়গা থেকেই ছ’বছর আগে সৌরভ চৌধুরী নামে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। এ দিন সেখানেই আর একটি দেহ পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় বনগাঁ রেলপুলিশ। ওই ব্যক্তিকে খুন করে ফেলে রাখা হয়েছে দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। পরে দেখা যায়, তার আগেই পূর্ব রেলের শিয়ালদহ শাখা সূত্রে জানানো হয়েছে, বামনগাছিতে ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে বলে এক ট্রেনচালক নথি জমা দিয়েছেন। এর পরেই দেহটি সেখান থেকে তুলে ময়না-তদন্তে পাঠায় পুলিশ।

স্থানীয়েরা জানান, শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত প্রদীপের কারও সঙ্গে শত্রুতা ছিল না। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি প্রদীপ বাড়ির ছোট ছেলে। বছর তিনেক আগে বিয়ে হয় প্রদীপের। স্থানীয়েরা এ দিন জানান, বিয়ের পর থেকে অশান্তি চলছিল। সে কারণে প্রদীপের স্ত্রী শুক্লা নিজের বাড়িতে চলে যান। মৃত্যুসংবাদ পেয়ে এ দিন শুক্লা ও তাঁর পরিবারের লোকেরা ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরেও ক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ। অভিযোগ, তাঁদের মারধরের চেষ্টাও হয়। দত্তপুকুর থানার পুলিশ ঘটনা সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় বিক্ষুব্ধদের। পরে পুলিশ শুক্লাদের উদ্ধার করে নিয়ে যায়। এ দিন প্রদীপের মা ছায়া কর বলেন, ‘‘আমার ছেলেকে ঘরজামাই হয়ে থাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। ওকে খুন করা হয়েছে। দোষীদের সাজা চাই।’’ তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে প্রদীপের। তবে তা আত্মহত্যা না নিছক দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement