Shyambazar Death News

শ্যামবাজারে রহস্যমৃত্যু, ট্র্যাফিক পুলিশের কিয়স্কের পাশে পড়ে রাঁধুনির রক্তাক্ত দেহ

শ্যামবাজারে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। ট্র্যাফিক পুলিশের কিয়স্কের পাশে দেহটি পড়ে ছিল। তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত ব্যক্তি পেশায় রাঁধুনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ০৮:৪৭
Share:

—প্রতীকী চিত্র।

শ্যামবাজারে এক ব্যক্তির রহস্যমৃত্যু। ট্র্যাফিক পুলিশের কিয়স্কের ধারে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির দেহে ক্ষতচিহ্ন ছিল।

Advertisement

পুলিশ জানিয়েছে, ব্যক্তির মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজি কর হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি পেশায় রাঁধুনি। এলাকায় রান্নার কাজ করতেন তিনি। কী ভাবে তাঁর মৃত্যু হল, কে বা কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে দেহটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরাই। ট্রাফিক পুলিশের কিয়স্কের সামনেই পড়ে ছিল মৃতদেহ। স্থানীয়েরা তা দেখে থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে।

Advertisement

দু’দিন আগে চিংড়িঘাটাতেও একটি খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। জগদ্ধাত্রী পুজোর ভাসানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বচসায় এক যুবককে কাঁচি দিয়ে কুপিয়ে খুন করা হয়। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়েরা। পরে অভিযুক্তকে দেখতে পেয়ে রাস্তায় ফেলে তাঁকে গণধোলাই দেওয়া হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের রহস্যমৃত্যু হল কলকাতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement