রবিবারই তৃণমূলে অর্জুন? ছবি: টুইটার।
অবশেষে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংহ। তিন বছর দু’মাস পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে এলেন পুরনো দলে।
অর্জুন সিংহকে দলে নেওয়ার আগে উত্তর ২৪ তৃণমূল নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে বিধায়ক রাজ চক্রবর্তী। যাঁদের সঙ্গে বিভিন্ন সময়ে বাক্বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছে অর্জুনকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন অর্জুন সিংহ। ঘাসফুলে যোগদান পর্ব হতে পারে আজই। তার আগে অভিষেক দীর্ঘ বৈঠক করেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকলেন তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে। সেখানে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্য দিকে, প্রায় একই সময়ে আলিপুরের একটি হোটেলে ঢুকলেন অর্জুন সিংহ। এখান থেকেই কি অভিষেকের অফিসে যাবেন? বাড়ছে জল্পনা।
ভাটপাড়া থেকে কলকাতার আলিপুরের একটি হোটেলে উঠলেন বিজেপি সাংসদ অর্জুন। বাইরে দেখা গেল তৃণমূলের পতাকা সম্বলিত গাড়ি। কার সঙ্গে বৈঠকে অর্জুন? তা এখনই জানা যায়নি।
তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন কি না তা নিয়ে তীব্র হচ্ছে জল্পনা। এ নিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, সেই তো ফিরলেন অর্জুন। না গেলেই পারতেন। শুধু শুধু গন্ডগোল হল। অশান্তি হল ভাটপাড়ায়।
ভাটপাড়ার পার্টি অফিস থেকে কলকাতার দিকে রওনা হলেন অর্জুন সিংহ। তাঁর অনুগামীরা দ্বিধাবিভক্ত। কেউ বললেন, ‘‘দাদা যেদিকে, আমরাও সেই পথে ধরব।’’ কেউ আবার বিশ্বাসই করতে চান না যে বিজেপি ছাড়তে পারেন সাংসদ অর্জুন।
তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর ১২২টা মামলা ‘উপহার’ পেয়েছিলেন পুরনো দল থেকে। তাঁর পুত্র আক্রান্ত হয়েছেন তৃণমূল আশ্রিত গুন্ডাদের হাতে। মৃত্যু হয়েছে অর্জুনের রাজনৈতিক সঙ্গীদের। তিনিই না কি আবার তৃণমূলে যোগ দেবেন? কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তবে অর্জুন বিজেপিতেই থাকবেন বলে ‘আশাবাদী’ শমীক।
ব্যারাকপুরের বাড়িতে বসে জানালেন, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতার দিকে রওনা হচ্ছেন তিনি। জানালেন বৈঠক আছে। কিন্তু সেই বৈঠক তৃণমূল না কি বিজেপি নেতৃত্ব, তা খোলসা করলেন না অর্জুন সিংহ। গন্তব্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্য়ামাক স্ট্রিটের অফিস? রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।