কফি শপের ঘটনাকে কেন্দ্র করে তৃণমমূলকে নিশানা দিলীপের। ফাইল ছবি।
লেক থানা এলাকায় ক্যাফের মালিককে চাঁদার দাবিতে হেনস্থার অভিযোগে এ বার তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ‘‘ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। তোলাবাজিতে মদত দিচ্ছেন তৃণমূল নেতারা।’’
বুধবার লেক থানা এলাকার একটি ক্যাফেতে বেশ কয়েক জন যুবকের আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। ক্যাফে মালিকের অভিযোগ, তোলা চাওয়া হয় তাঁর কাছে। টাকা না দিলে দোকান ভাঙচুর এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় অভিযোগ করেন তিনি। এই ঘটনা নিয়েই তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ। বৃহস্পতিবার দিলীপ বলেন, ‘‘কফি শপ থেকে তোলা চাওয়া হচ্ছে। পাঁচ জন গ্রেফতার হয়েছে। কিন্তু কত জনকে গ্রেফতার করবে সরকার? এতে তো ঠগ বাছতে গাঁ-উজাড় হয়ে যাবে। রাজ্য সরকার কি দুর্বৃত্তদের হাতে চলে গিয়েছে?’’
দিলীপের মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই ঘটনায় তৃণমূল কোনও ভাবে জড়িত নয় বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘এই সব বড় বড় কথা দিলীপবাবু পরে বলবেন। সারদা-নারদায় শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। তিনি এ সবের থেকে বাঁচতে বিজেপি-তে গিয়েছেন। দিলীপবাবু এক জনকে গ্রেফতার করে দেখান না।’’
এর পর তিনি যোগ করেন, ‘‘তৃণমূল তোলাবাজিকে অনুমোদন দেয় না। আমার সঙ্গে লেক থানার ওসি-র কথা হয়েছে। বলেছি, এখানে দল নাক গলাতে যাবে না। আপনারা নিরপেক্ষ তদন্ত করুন।’’