হিডকো ভবন। ছবি: সংগৃহীত।
পশ্চিমবঙ্গ হাউজ়িং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (হিডকো)-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে হিডকোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ তিনটি। কেবলমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীদের রাজ্য/ কেন্দ্র সরকার অধীনস্থ কোনও সংস্থায় সুপারভাইজ়রি বিভাগে অন্তত ১০ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৫ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
আবেদনকারীকে তাঁর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় নথি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-এর উদ্দেশে ‘হিডকো ভবন’-এর ঠিকানায় (বিশ্ব বাংলা সরণি, ৩ নম্বর রোটারি, নিউ টাউন, কলকাতা ৭০০১৫৬) পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৮ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। তার পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিমবঙ্গ হাউজ়িং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।