বাইক ট্যাক্সি চালু

বাইক-ট্যাক্সির আনুষ্ঠানিক উদ্বোধন হল শহরে। বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০১:১১
Share:

বাইক-ট্যাক্সির আনুষ্ঠানিক উদ্বোধন হল শহরে। বৃহস্পতিবার এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাথমিক ভাবে নিউ টাউনের অ্যাকশন এরিয়া ১ এবং ২-এ চলবে ২২টি বাইক-ট্যাক্সি। ভাড়া প্রথম দু’কিলোমিটার ২০ টাকা। তার পরে প্রতি কিলোমিটারে ৫ টাকা করে ভাড়া। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।

Advertisement

নিরাপত্তার খাতিরে প্রতিটি মোটরবাইকে গতি-নিয়ন্ত্রক যন্ত্র লাগানো থাকবে। কোনও মোটরবাইকেই ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি গতি তোলা যাবে না। প্রত্যেক চালকের পরিচয় জমা থাকবে থানায়। যাত্রীদের পরিচ্ছন্নতার স্বার্থে হেলমেটের নীচে পৃথক টুপি থাকবে। যেটা এক বার ব্যবহারের পরেই ফেলে দেওয়া হবে। পরিবহণমন্ত্রী বলেন, নতুন এই পরিষেবা পর্যটকদেরও উৎসাহিত করবে। তিনি জানান, মহিলাদের নিরাপত্তার কথা ভেবে ১০ জন
মহিলা চালককেও প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement