Police Van

বাইকে ধাক্কা পুলিশের গাড়ির

এ দিন সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার দিকে সাঁতরাগাছি সেতুর শেষ প্রান্তে। পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে পিষে দেয় ওই চালককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০২:৩২
Share:

প্রতীকী চিত্র।

কয়েক বছর আগে পথ দুর্ঘটনায় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পরে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিয়েছিল পুলিশ। বৃহস্পতিবার সকালে সেই সেতু থেকে নামার সময়ে পুলিশের গাড়িই নিয়ম ভেঙে দুর্ঘটনা ঘটাল। অন্য গাড়িকে পাশ কাটিয়ে এগোতে গিয়ে সেটি ধাক্কা মারে একটি মোটরবাইকে। বাইকচালককে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম রাজশেখর সিংহ।

Advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার দিকে সাঁতরাগাছি সেতুর শেষ প্রান্তে। পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে পিষে দেয় ওই চালককে। হাসপাতাল সূত্রের খবর, বছর চল্লিশের ওই চালকের হাতে ও বুকে গুরুতর আঘাত লেগেছে।

এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেতুতে তখনও পড়ে আহতের হেলমেট, জুতো, ঘড়ির ডায়াল। আশপাশে চাপ চাপ রক্ত। রেলিংয়ের ধারে পড়ে মোটরবাইকটি। পুলিশ সূত্রের খবর, পুলিশের গাড়িটি ভুল লেনে ঢুকে পড়ে এবং উল্টো দিক থেকে আসা মোটরবাইকটিকে সেতুর রেলিংয়ে পিষে দেয়। কোনা ট্র্যাফিক গার্ডের পুলিশ আহতকে উদ্ধার করে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যায়। এর পরে প্রায় ৩-৪ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়ে। ফলে ছ’নম্বর জাতীয় সড়ক পর্যন্ত তীব্র যানজট হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement