ছট
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধের নির্দেশ আগেই ছিল। কেএমডিএ কর্তৃপক্ষ এই ব্যাপারে পুণ্যার্থীদের সরোবরে পুজো না করার জন্য আগেই নির্দেশিকা দিয়েছিলেন। সেই নির্দেশিকায় এ বার সিলমোহর দিল রাষ্ট্রীয় বিহারি সমাজ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ওই সংগঠনের সভাপতি মণিপ্রসাদ সিংহ বলেন, ‘‘জাতীয় আদালতের নির্দেশ মেনেই রবীন্দ্র সরোবরে এ বার কেউ ছটপুজো করবেন না। এই ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করা হবে।’’ তিনি আরও জানান, দক্ষিণ কলকাতায় রবীন্দ্র সরোবরের পরিবর্ত হিসেবে ১১টি জলাশয় পুজোর জন্য ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সেই জলাশয়গুলিতে ঘাট তৈরি ছাড়াও প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা
নেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। রবীন্দ্র সরোবরে যে পুণ্যার্থীরা আসেন, তার চেয়ে বেশি পু্ণ্যার্থী এই জলাশয়গুলিতে পুজো দিতে আসতে পারবেন বলে মণিপ্রসাদবাবু দাবি করেন।
কেএমডিএ কর্তৃপক্ষ জানান, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মানতে তাঁরা বাধ্য। কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামি শনিবার এবং রবিবার সরোবরের সমস্ত গেট বন্ধ রাখা হবে। দায়িত্বে থাকবে পুলিশ। এ ছাড়াও বৃহস্পতিবার থেকে সরোবরে সংশ্লিষ্ট দফতর নিরাপত্তা বাড়াবে। আপাতত সিদ্ধান্ত হয়েছে, ছটের জন্য প্রতিটি গেটে দু’জন মহিলা পুলিশ-সহ সাত জন করে নিরাপত্তায় থাকবেন। আজ, বুধবার বাইপাসের কাছে একটি বড় জলাশয় ছটের জন্য উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম। রবীন্দ্র সরোবর সংলগ্ন বিভিন্ন এলাকায় বিকল্প জলাশয়গুলি পুজোর জন্য ব্যবহার