আলোর প্রকল্পে দরপত্র বাতিল সল্টলেকে

অবশেষে দরপত্র বাতিল হল ‘আলো আমার আলো’ প্রকল্পের। মঙ্গলবার বিধাননগর পুরসভায় কাউন্সিলরদের বৈঠকের পরে এই কথা জানান মেয়র সব্যসাচী দত্ত। ওই প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল বহু দিন আগেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০৩:৪১
Share:

অবশেষে দরপত্র বাতিল হল ‘আলো আমার আলো’ প্রকল্পের।

Advertisement

মঙ্গলবার বিধাননগর পুরসভায় কাউন্সিলরদের বৈঠকের পরে এই কথা জানান মেয়র সব্যসাচী দত্ত।

ওই প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল বহু দিন আগেই। সর্বনিম্ন দর দিয়েছিল ভিন্ রাজ্যের এক সংস্থা। দেড় বছর পরেও সেই সংস্থা ওয়ার্ক অর্ডার পায়নি। মেয়র পারিষদ (আলো) সুধীর সাহা ওই প্রকল্পের দরপত্র প্রক্রিয়াকে কেন্দ্র করে ‘অনিয়মের’ অভিযোগ তুলেছিলেন। কার্যত ওই প্রকল্পের জটিলতা নিয়ে দু’টি শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল শাসক দল তৃণমূল।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, কাউন্সিলরদের একাংশ দলীয় স্তরে পুর পরিষেবা ও পুরকর্তাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ জানান। সম্প্রতি তা নিয়ে দুই শিবিরের তরফে পরস্পরের বিরুদ্ধে নাম না করে নানা বক্তব্য উঠে আসে। ফলে এ দিনের কাউন্সিলর বৈঠকে পুরকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছিল।

তা অবশ্য হল না। নিজেদের ঐক্যবদ্ধ প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালালেন পুর প্রতিনিধিরা। সূত্রের খবর, বৈঠকে এক মেয়র পারিষদ কাউন্সিলরদের কাছে আবেদন করেন যে, অভিযোগ থাকলে আলোচনার মাধ্যমেই তার মীমাংসা হোক। তাঁকে স্বাগত জানান বাকিরা। সূত্রের খবর, দল থেকে নির্দেশের জেরেই আপাতত এই সন্ধি।

বৈঠকের পরে মেয়র বলেন, ‘‘পুর কমিশনারকে এই প্রকল্প নিয়ে রিপোর্ট দিতে বলা হয়। তিনি এ দিন রিপোর্ট দিয়ে জানান, এত দিনেও কোনও সংস্থা ওয়ার্ক অর্ডার পায়নি। তাই দরপত্র বাতিল হচ্ছে। নতুন করে দরপত্র ডাকা হবে।’’ মেয়র সব্যসাচীবাবু ও ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় জানান, নতুন করে ই-টেন্ডার ডাকা হবে।

মেয়র পারিষদ (আলো) অবশ্য দরপত্র বাতিল হওয়াকে তাঁর ‘নৈতিক জয়’ বলে মনে করছেন। তিনি বলেন, ‘‘কিছু আপত্তি তুলেছিলাম। তা নিয়ে পর্যালোচনা চলছিল। এখন দরপত্র বাতিল হল। আশা করছি এ বার সমস্যা মিটবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement