চলতি বছরের গোড়া থেকে মশাবাহিত রোগ প্রতিরোধে কাজ শুরু হয়েছিল। যদিও লোকসভা ভোটের কারণে গত কয়েক মাস কাজের গতি শ্লথ হয়েছিল। ভোট মিটতেই ফের সেই কাজ শুরু হয়েছে। গত কয়েক বছরের মতো এ বারে কয়েকটি ওয়ার্ডকে বিশেষ জোন হিসেবে চিহ্নিত করে সেখানে মশা নিয়ন্ত্রণের কাজে জোর দেওয়া হবে। পাশাপাশি সল্টলেক এবং সংযুক্ত এলাকায় বিশেষ নজর রাখার পরিকল্পনা নিয়েছে বিধাননগর পুরসভা।
গত কয়েক বছর ধরে মশাবাহিত রোগের কমবেশি প্রকোপ দেখা দিয়েছে পুর এলাকায়। শুধু বৃষ্টির মরসুমেই নয়, অন্য সময়েও দেখা গিয়েছে সেই প্রকোপ। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখেই বছরভর কাজ চালু রাখা হয়েছে বলে দাবি পুরকর্তাদের। কিন্তু এ বছরে নির্বাচন থাকায় কয়েক মাস পর্যাপ্ত কর্মীর অভাবে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ, মশার তেল স্প্রে করা এবং সচেতনতার কর্মসূচির কাজ কার্যত থেমে ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে তার জেরে মশাবাহিত রোগ দেখা দিয়েছে কি না, এখন সে তথ্যও নেই পুরসভার হাতে। তাই বর্ষার আগেই কাজের গতি বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন পুর কর্তৃপক্ষ।
সদ্য সমাপ্ত লোকসভা ভোটের পরপরই মশা নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে বলে দাবি করছেন বিধাননগর পুর কর্তৃপক্ষ। তাঁদের দাবি, পুরসভার স্বাস্থ্য, পরিবেশ এবং জঞ্জাল অপসারণ বিভাগ একযোগে কাজ করছে। প্রাথমিক ভাবে ঝোপজঙ্গল সাফ করা এবং জল জমতে না দেওয়ার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ এবং সচেতনতার কাজে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরসভা সূত্রের খবর, গত এক সপ্তাহে ৪১টি ওয়ার্ডে ৪০ জন সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছেন। দু’জনের
শরীরে অন্য উপসর্গ দেখা দেওয়ায় সন্দেহ তৈরি হয়েছিল। যদিও রক্ত পরীক্ষায় তেমন সন্দেহজনক কিছু মেলেনি।
তবে গত কয়েক বছরের গতিপ্রকৃতি বিচার করে রাজারহাট-গোপালপুরের কয়েকটি এলাকা, সংযুক্ত এলাকা এবং সল্টলেকে বাড়তি নজর দেওয়ার পাশাপাশি পুকুর সংস্কারেও জোর দেওয়া হয়েছে। পুরসভা সূত্রের খবর, এ বারে সংযুক্ত এলাকায় ম্যাজিক শো, চলচ্চিত্র দেখানোর মাধ্যমে সচেতনতার প্রসার চালানোর চেষ্টা চলছে। তবে বাসিন্দাদের অভিযোগ, কাগজে-কলমে অনেক কর্মসূচি শোনা যায়। সর্বত্র তা বাস্তবায়িত হয় না।
যদিও এই অভিযোগ অস্বীকার করে পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায় জানান, সল্টলেক এবং সংযুক্ত এলাকায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুসারে কাজ হচ্ছে কি না, নিয়মিত তা খতিয়ে দেখা হচ্ছে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।