ব্যবস্থা: ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলে মশা দমনের কাজ করছেন বিধাননগর পুরসভার কর্মীরা। মঙ্গলবার। নিজস্ব চিত্র
সল্টলেকের দুই এবং তিন নম্বর সেক্টরের ই এম বাইপাস সংলগ্ন ব্লকে মশার উপদ্রব কমাতে মঙ্গলবার ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলের (ইডিসি) পাড়ে মশা মারার ওষুধ এবং ধোঁয়া ছড়ায় বিধাননগর পুরসভা।
বাসিন্দাদের দাবি, খাল থেকে কচুরিপানা সরানো হলেও পাড় জঙ্গলে ভরা। সেখানে শুধু মশা মারার ওষুধ এবং ধোঁয়া দিয়ে কতটা লাভ হবে তা নিয়ে সন্দিগ্ধ তাঁরা। অভিযোগ, বিধাননগর পুর এলাকায় গত কয়েক বছর ধরে লাগাতার মশাবাহিত রোগ, বিশেষত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। তাতে মৃত্যুও হয়েছে। ফলে মশার উপদ্রব বাড়ায় আতঙ্কিত হয়ে পড়ছেন বাসিন্দারা।
ওই খালের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার পুরকর্মীদের সঙ্গে মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায়ও গিয়েছিলেন। পুরসভা সূত্রের খবর, খালে জলস্তর কমে যাওয়ায় চেষ্টা করেও নৌকা নামিয়ে ওষুধ ছড়ানো যায়নি। খালপাড় থেকেই তা দিতে হয়েছে। পুরসভা জানাচ্ছে, ইএম বাইপাস সংলগ্ন ইডিসি চ্যানেলে ফুট ওভারব্রিজ, কালভার্টের কাজ চলছে। যে কারণে খালে জল ছাড়া যাচ্ছে না। ওই চ্যানেলের
দেখভাল করে নগরোন্নয়ন দফতর। খাল থেকে কচুরিপানা সরানোর কাজ ইতিমধ্যেই ওই দফতর করেছে। মাঝে স্লুইস গেট থেকে অল্প পরিমাণ জল ছেড়ে প্রবাহ বজায় রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু এ দিন দেখা গেল, নৌকা নামানোর মতো জলই নেই! ফলে পাড় থেকেই কাজ সারতে হয়। বাসিন্দাদের প্রশ্ন, তাতে কতটা কাজ হবে? সরাসরি এর উত্তর না দিলেও মেয়র পারিষদ জানান, জল
ছাড়তে নগরোন্নয়ন দফতরের সঙ্গে কথা বলা হবে।