মঙ্গলবার দমদম রোড ও দমদম ক্যান্টনমেন্টে ধর্মঘট সফল করতে নেমে মার খেয়েছিল সিপিএম। —ফাইল চিত্র।
বামেদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও দমদমে গোলমাল বাধানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুর ১টা নাগাদ ধর্মঘটের সমর্থনে নাগেরবাজারে একটি হাসপাতাল সংলগ্ন উড়ালপুলের নীচে জমায়েত করেছিলেন কয়েক জন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। সে সময়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মিত্রের অনুগামীরা তাঁদের উপরে চড়াও হয় বলে অভিযোগ।
আক্রান্ত এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ রণেশ দাস জানান, ওষুধে জিএসটি প্রত্যাহার-সহ এই ধর্মঘটে তাঁদেরও কিছু দাবি রয়েছে। তারই সমর্থনে ব্যাজ পরে তাঁরা বসেছিলেন। আচমকা একদল যুবক তাঁদের তাড়া করে কিল, চড়, ঘুসি মারে। আরও অভিযোগ, মার খান শঙ্কর ঘোষ নামে সিপিএমের এক কর্মীও। যদিও অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলেন, ‘‘এমন কিছু ঘটেছে বলে জানা নেই।’’
মঙ্গলবার দমদম রোড ও দমদম ক্যান্টনমেন্টে ধর্মঘট সফল করতে নেমে মার খেয়েছিল সিপিএম। তার প্রতিবাদে এ দিন দু’জায়গাতেই মিছিল করে তারা।