Traffic Congestion

ডানলপ মোড়ে যানজট এড়াতে নিয়মে বদল

বি টি রোডের ডানলপ মোড় চারটি রাস্তার মোড়। শ্যামবাজারের দিক থেকে এবং উল্টো দিকে, ব্যারাকপুরের দিক থেকে রাস্তা এসে সেখানে মিশেছে। ডানলপ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার ও আসার রাস্তাও মিশেছে ওই মোড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৬:০৯
Share:

— প্রতীকী চিত্র।

লরির চাপে প্রতি রাতেই তীব্র যানজটে ফেঁসে থাকত ডানলপ মোড়। যার জেরে বি টি রোডের কলকাতা ও ব্যারাকপুরের দিক-সহ নিবেদিতা সেতুতেও গাড়ির লম্বা লাইন পড়ে যেত। সাধারণ মানুষের নিত্যদিনের এই তীব্র ভোগান্তি কাটাতে এ বার বি টি রোডে যানবাহন চলাচলের ক্ষেত্রে নিয়মের কিছু পরিবর্তন করল ব্যারাকপুর পুলিশ। শনিবার থেকেই সেই নিয়ম বলবৎ হয়েছে।

Advertisement

বি টি রোডের ডানলপ মোড় চারটি রাস্তার মোড়। শ্যামবাজারের দিক থেকে এবং উল্টো দিকে, ব্যারাকপুরের দিক থেকে রাস্তা এসে সেখানে মিশেছে। ডানলপ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার ও আসার রাস্তাও মিশেছে ওই মোড়ে। কিছুটা দূরে সবেদাবাগানে রয়েছে নিবেদিতা সেতুতে ওঠার এবং নামার রাস্তা। এই সব রাস্তায় প্রতি রাতে তীব্র যানজট হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছিল। ভুক্তভোগীদের অভিযোগ, বিমানবন্দরে যাওয়ার জন্য নিবেদিতা সেতু দিয়ে আসা গাড়ি যানজটে ফেঁসে যেত। কী ভাবে এই সমস্যা মেটানো যায়, তা নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ব্যারাকপুরের পুলিশকর্তারা। এর পরেই অন্য পথে যান চলাচলের বিষয়ে (ট্র্যাফিক ডাইভারশন) ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া একটি নির্দেশিকা জারি করেন।

তাতে জানানো হয়েছে, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামবাজারের দিক থেকে আসা ব্যারাকপুরমুখী কোনও গাড়ি সরাসরি ডানলপ মোড় পার করে যেতে পারবে না। সব ধরনের যানবাহনকে ডানলপ মোড় থেকে বাঁ দিকে পি ডব্লিউ ডি রোড ধরে দক্ষিণেশ্বর বাস-আইল্যান্ডে আসতে হবে। ওই আইল্যান্ড ঘুরে পি ডব্লিউ ডি রোড ধরে গাড়িগুলিকে ডানলপ মোড়ে গিয়ে বি টি রোডে উঠে ব্যারাকপুরের দিকে যেতে হবে। ডানলপ ট্র্যাফিকের ইনস্পেক্টর ইন-চার্জ সুরজিৎ চক্রবর্তী জানান, এর ফলে ডানলপ মোড়ে কোনও সিগন্যাল বেশি ক্ষণ আটকে রাখতে হবে না। নিবেদিতা সেতু থেকে নেমে আসা এবং দক্ষিণেশ্বরের দিক থেকে আসা সমস্ত গাড়ি সহজেই ডানলপ মোড় পার করতে পারবে।

Advertisement

অন্য দিকে, পুলিশ জানাচ্ছে, সারা দিনই দক্ষিণেশ্বরের দিক থেকে ব্যারাকপুরমুখী ছোট গাড়ি ডানলপ মোড়ের সিগন্যাল এড়াতে পি ডব্লিউ ডি রোডের সবেদাবাগান দিয়ে ঢুকে আর এন টেগোর রোড ধরে বি টি রোডে উঠত। একই ভাবে ব্যারাকপুর থেকে দক্ষিণেশ্বরমুখী ছোট গাড়িও সেই পথ ব্যবহার করত। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আর এন টেগোর রোড থেকে সবেদাবাগানের দিকে শুধু আসা যাবে। আর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সেটি উল্টো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement