Bank Workers Protest Rally

ব্যাঙ্ক বাঁচাতে প্রতিবাদ মিছিল

চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম ২৫ হাজার টাকা মাস মজুরি, তাঁদের স্বাস্থ্যবিমার আওতায় আনা, সব কর্মচারীর ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন-সহ বিভিন্ন দাবিতে রবিবার মিছিল করল ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৫
Share:

ব্যাঙ্ক বাঁচানোর ডাকে কলকাতায় প্রতিবাদ মিছিল। —নিজস্ব চিত্র।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরোধিতা করে এবং চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম ২৫ হাজার টাকা মাস মজুরি, তাঁদের স্বাস্থ্যবিমার আওতায় আনা, সব কর্মচারীর ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন-সহ বিভিন্ন দাবিতে রবিবার মিছিল করল ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিলটি হয়। সংগঠনের দাবি, চুক্তিভিত্তিক কর্মীরা-সহ সমাজের নানা স্তরের দু’হাজারেরও বেশি জনতা মিছিলে পা মেলায়। মিছিলের নেতৃত্ব দেন মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায়, সৌম্য দত্ত। ছিলেন সমাজকর্মী স্মৃতিভূষণ দেওয়ানজি, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী-সহ অন্যরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement