এখানেই উল্টে যায় অটো। মঙ্গলবার, যশোর রোডে। নিজস্ব চিত্র
খানা-খন্দে ভরা যশোর রোডে নিয়ন্ত্রণ রাখতে না পেরে যাত্রী সমেত উল্টে গেল অটো।
মঙ্গলবার দুপুরে মধ্যমগ্রাম থেকে পাঁচ জন যাত্রী নিয়ে একটি অটো বিমানবন্দরের এক নম্বর গেটের দিকে যাচ্ছিল। পাঁচ জন যাত্রীর মধ্যে তিন জনই ছিলেন মহিলা। পুলিশ সূত্রের খবর, দু’নম্বর বিমানবন্দরের কাছে কলকাতামুখী রাস্তায় বাঁ দিকের চাকা টাল সামলাতে না পেরে যাত্রী নিয়ে উল্টে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বরাত জোরে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
যশোর রোডের ওই অংশে পূর্ত দফতর রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। সেখানে তৈরি হওয়া খানাখন্দে বৃষ্টির জল জমে রয়েছে। একই সঙ্গে জমা জলের মধ্যে থেকে উঁকি মারছে রাস্তা সম্প্রসারণের কাজে ব্যবহৃত লোহার রড। এক যাত্রী বলেন, ‘‘রডের উপরে যে অটো উল্টে যায়নি, এই অনেক।’’ দুর্ঘটনাগ্রস্ত অটোর যাত্রী, এক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী সুমিত দেব বলেন, ‘‘বাঁকড়া থেকে উঠেছিলাম। অটোর গতি বেশ ভালই ছিল। দু’নম্বর বিমানবন্দরের কাছে বাঁ দিকে চাপতে গিয়ে অটোটি উল্টে একে বারে জলের মধ্যে পড়ে গেলাম। বাকি যাত্রীরা আমার উপরে হুমড়ি খেয়ে পড়ল।’’
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় সকলে অল্পবিস্তর চোট পেলেও কারও আঘাত গুরুতর নয়।