প্রতীকী চিত্র।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সত্তর বছরের বৃদ্ধকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু অ্যাম্বুল্যান্স না মেলায় সেখানে নিয়ে যেতে পারেননি পরিজনেরা। শেষে ওই স্টেট জেনারেল হাসপাতালেই মৃত্যু হয় বৃদ্ধের!
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে লিলুয়ার জায়সবাল স্টেট জেনারেল হাসপাতালে। অ্যাম্বুল্যান্সের জন্য অপেক্ষা করতে গিয়েই শক্তিপদ সাউ নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে এ দিন হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই বৃদ্ধের পরিবার।
পুলিশ সূত্রের খবর, লিলুয়ার কুমোরপাড়ার বাসিন্দা শক্তিপদবাবু সোমবার শেষ রাতে ঘুম থেকে উঠে জলের বদলে ভুল করে টিভির সামনে রাখা অ্যাসিডের বোতল থেকে কিছুটা অ্যাসিড খেয়ে ফেলেন। তার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে জায়সবাল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। পরদিন সকালে ওই বৃদ্ধের অবস্থার অবনতি হতে থাকে। তখন তাঁকে কলকাতায় নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। শক্তিপদবাবুর ছেলে সুব্রত বলেন, ‘‘ডাক্তারবাবু রেফার করার পরেই আমরা অ্যাম্বুল্যান্স খুঁজতে বেরোই। হাসপাতালের কাছে তিনটি অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে থাকলেও তাতে চালক ছিলেন না।’’ তাঁর অভিযোগ, ওই বেসরকারি অ্যাম্বুল্যান্সের গায়ে লেখা নম্বর দেখে ফোন করলে চালকেরা জানান, ‘‘দূরে আছি। দেরি হবে আসতে।’’ অগত্যা জায়সবাল হাসপাতালেই শক্তিপদবাবুকে রেখে দেন পরিজনেরা।
সুব্রত বলেন, ‘‘অ্যাম্বুল্যান্স খুঁজতে খুঁজতেই বাবা চলে গেলেন। পরে আমরা হাসপাতালের সুপারকে অভিযোগ জানিয়েছি।’’ ওই স্টেট জেনারেল হাসপাতালের সুপার সুখেন্দু বিশ্বাস বলেন, ‘‘আমাদের হাসপাতালে মা ও শিশু কল্যাণ প্রকল্পের একটিমাত্র সরকারি অ্যাম্বুল্যান্স রয়েছে। তাতে রেফার হওয়া রোগীদের নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে বেসরকারি অ্যাম্বুল্যান্স কেন গেল না, তা আমি বলতে
পারব না।’’