Kolkata

হাওড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপের আর্জি, ছুটির দিনেই শুনানি চেয়ে চিঠি প্রধান বিচারপতিকে

হাওড়ার পরিস্থিতি নিয়ে শনিবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। শনিবারই কোনও শুনানি হবে কি না, তা এখনও পর্যন্ত জানানো হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৫:০১
Share:

ফাইল চিত্র।

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে। সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনাকে রাজ্য প্রশাসনের ব্যর্থতা বলে দাবি তুলে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে চিঠি দিলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।

Advertisement

হাওড়ার পরিস্থিতি নিয়ে শনিবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সকালেই পৌঁছে যান উলুবেড়িয়া। এর পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও হাওড়া যেতে গেলে তাঁকে বাধা দেয় পুলিশ। তা নিয়ে ইতিমধ্যেই আদালতের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এরই মধ্যে আদালতের হস্তক্ষেপ চেয়ে আর্জি। যদিও সেই আর্জি মেনে আদালত পদক্ষেপ করবে কি না বা শনিবারই কোনও শুনানি হবে কি না তা এখনও পর্যন্ত জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement