Cricket Betting

এ বার চলন্ত গাড়িতে ক্রিকেট-বেটিং, ধৃত ২

লালবাজার সূত্রে জানা গিয়েছে, শনিবার এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ চলাকালীন ধৃতেরা বেটিং চক্র চালাচ্ছিল। বিষয়টি নজরে আসতে তদন্তে নামে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২৪
Share:

—প্রতীকী চিত্র।

বেটিং চালানোর যাবতীয় বন্দোবস্ত তৈরি ছিল গাড়ির ভিতরে। পরিকল্পনা অনুযায়ী, সেই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে চলছিল এই কারবার। তদন্তে নেমে দীর্ঘ খোঁজাখুঁজির শেষে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ধৃতদের নাম সত্যেন্দ্র যাদব এবং সুমিত সিংহ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল।

Advertisement

লালবাজার সূত্রে জানা গিয়েছে, শনিবার এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ চলাকালীন ধৃতেরা বেটিং চক্র চালাচ্ছিল। বিষয়টি নজরে আসতে তদন্তে নামে পুলিশ। তবে অভিযুক্তেরা বার বার নিজেদের অবস্থান বদল করায় ধন্দে পড়েন গোয়েন্দারাই। এক আধিকারিক বলেন, ‘‘আগে বেটিং চক্র চালাতে বিভিন্ন হোটেল বেছে নিত অভিযুক্তেরা। এ বার পুলিশের চোখে ধুলো দিতে গাড়িতে সব ব্যবস্থা করা হয়েছিল। চলন্ত গাড়ির ভিতরে বেটিং চলায় প্রথম দিকে অভিযুক্তদের অবস্থান জানতে সমস্যা হচ্ছিল। শেষে দীর্ঘ চেষ্টায় ওয়াটারলু স্ট্রিট থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement