Arrest

শিশু বিক্রিতে ধৃত আরও এক

ধৃতের নাম জোৎস্না। তার বাড়ি সল্টলেকে।বৃহস্পতিবার সেখান থেকেই তাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এ নিয়ে শিশু বিক্রির ঘটনায় চার জন ধরা পড়ল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ০৮:৫১
Share:

ধৃতের নাম জোৎস্না। —প্রতীকী চিত্র।

বেআইনি ভাবে শিশু বিক্রির ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম জোৎস্না। তার বাড়ি সল্টলেকে।বৃহস্পতিবার সেখান থেকেই তাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এ নিয়ে শিশু বিক্রির ঘটনায় চার জন ধরা পড়ল। সিআইডি সূত্রের খবর, শিশু বিক্রির সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্যোৎস্নার। আজ, শুক্রবার তাকে হাওড়া আদালতেতোলা হবে। এই ঘটনায় বুধবারই ঠাকুরপুকুর থানা এলাকার একটি নার্সিংহোমের কর্মী সৌরভ অধিকারীকে গ্রেফতার করা হয়েছিল। সৌরভের কাজ ছিল সদ্যোজাতদের জন্মের বেআইনি শংসাপত্র তৈরি করে দেওয়া। বর্তমানে ওই ব্যক্তি সিআইডি-র হেফাজতে রয়েছে। তাকে জেরা করেই জোৎস্নার নাম জানা যায়। পুলিশ জানিয়েছে, নভেম্বর মাসে শালিমার স্টেশনের সামনে বিহার থেকে এক শিশুকে নিয়ে এসে বিক্রি করার চেষ্টার অভিযোগে মানিক হালদার এবং মুকুল হালদার নামে এক দম্পতি গ্রেফতার হয়। তাদের সঙ্গেই যোগ ছিল সৌরভের। মানিকের কথা মতো জ্যোৎস্না বিভিন্ন সময়ে বিহার থেকে শিশুদের নিয়ে এসে বিক্রি করেছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement