Dengue

জ্বরে মৃত্যু কিশোরীর

বেথুন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ঐশীর বাবা শ্যামলকুমার মধু, কলকাতা পুলিশে কর্মরত। হাসপাতাল সূত্রের খবর, ১০ তারিখ থেকে ঐশীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ১২ তারিখে কোমায় চলে যায় কিশোরী। শুক্রবার রাতে মারা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৬
Share:

ঐশী মধু

ফের জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল এক কিশোরী। শুক্রবার, রাতে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। মৃতার নাম ঐশী মধু (১৩)। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে এন এস-১ পজিটিভ। এ দিকে সল্টলেকের বৈশাখী আবাসনের বাসিন্দা ওই কিশোরীর মৃত্যুর খবরে ফের আতঙ্ক ছড়াল এলাকায়।

Advertisement

পরিবার সূত্রে খবর, চলতি মাসের ২ তারিখ থেকে জ্বরে ভুগছিল ঐশী। জ্বর, বমি, গায়ে ব্যথার মতো একাধিক ডেঙ্গির উপসর্গ নিয়ে ওই কিশোরী ৬ তারিখে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাকে মুকুন্দপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বেথুন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ঐশীর বাবা শ্যামলকুমার মধু, কলকাতা পুলিশে কর্মরত। হাসপাতাল সূত্রের খবর, ১০ তারিখ থেকে ঐশীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ১২ তারিখে কোমায় চলে যায় কিশোরী। শুক্রবার রাতে মারা যায়।

Advertisement

চলতি বছরে এই আবাসনেরই একাধিক বাসিন্দা জ্বরে আক্রান্ত হয়েছিলেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকা নিয়মিত জঞ্জাল পরিষ্কার করা হয় না। এ প্রসঙ্গে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায় বলেন, ‘‘শীত পড়তেই ডেঙ্গি আক্রান্তের খবর কমে আসছিল। কিন্তু পুরসভার তরফে মশার উৎসস্থল খুঁজতে অভিযান চালানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement