সম্প্রতি কলকাতার অ্যালবার্ট হলে হয়ে গেল ‘ভারত সভা’র বার্ষিক অনুষ্ঠান। ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ভারত সভার প্রতিষ্ঠা হয়। এই সংগঠনটি এখনও নানা সামাজিক কাজে জড়িত। ওই আলোচনাসভায় সংগঠনের পূর্ববর্তী বছরের কাজ নিয়ে পর্যালোচনা করা হয়। ওই দিনের সভায় অনুষ্ঠানের পৌরোহিত্য করেন সত্যব্রত চৌধুরী। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন চিত্তব্রত পালিত, পশুপতি মাহাতো, সুবীর দত্ত-সহ সংগঠনের অন্যান্য সদস্যেরা। অনুষ্ঠানে সংগঠনের কার্যকলাপ আরও বিস্তারের বিষয়টিও আলোচিত হয়।