Coronavirus

জেলে দেখা না হওয়ায় ক্ষোভ

বর্তমান করোনা পরিস্থিতিতে নতুন কোনও বন্দি সংশোধনাগারে এলে তাঁকে ১৪ দিন কোয়রান্টিনে রাখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০১:৩৬
Share:
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ত্রাণ নিয়ে দেগঙ্গার বিডিও অফিসে গত সোমবারের বিক্ষোভের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে। তাঁদের মধ্যে আট জন এখন রয়েছেন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। বাকি ছ’জনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে। ওই আট জনের মধ্যে দুই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ তাঁদের পরিজনেদের। তাঁদের আরও অভিযোগ, বুধবার দমদম জেলে দু’জনের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের তা করতে দেওয়া হয়নি। উল্টে জেল কর্তৃপক্ষ জানান, ওই দুই মহিলা জেল হাসপাতালে থাকায় দেখা করা যাবে না।

Advertisement

যদিও দুই মহিলার অসুস্থতার অভিযোগ অস্বীকার করেছে কারা দফতর। তাদের মতে, বর্তমান করোনা পরিস্থিতিতে নতুন কোনও বন্দি সংশোধনাগারে এলে তাঁকে ১৪ দিন কোয়রান্টিনে রাখা হচ্ছে। এমন বন্দিদের আলাদা রাখাটা সুনিশ্চিত করতে প্রতিটি জেলের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কারা দফতর। সেই মতো দমদম জেল হাসপাতালের লাগোয়া অংশে নতুন বন্দিদের আলাদা রাখার জায়গা তৈরি হয়েছে। বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হওয়া আট জন রয়েছেন সেখানেই। কোয়রান্টিনের মেয়াদ ফুরনো পর্যন্ত তাঁদের সেখান থেকে বার করা হবে না। ফলে ১৪ দিন পরেই সংশ্লিষ্ট বন্দির সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন তাঁদের পরিজনেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement