Road Accident

বাজি কিনে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু

গুরুতর জখম দুই ভাইকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে প্রথমে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ০৮:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

বাজি কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, মহেশতলা থানা এলাকার সম্প্রীতি উড়ালপুলে। মৃতের নাম অভিজিৎ মণ্ডল (২০)। তাঁর বাড়ি আলিপুরের পিয়ারিমোহন রোড এলাকায়। পুলিশ সূত্রের দাবি, অভিজিৎ ভাইকে নিয়ে বজবজের নুঙ্গির বাজি বাজারে গিয়েছিলেন। বাজি কিনে মোটরবাইকে চেপে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। উড়ালপুলে ওঠার আগে মহেশতলা কলেজের কাছে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের বাইকের।

Advertisement

গুরুতর জখম দুই ভাইকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে প্রথমে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রের দাবি, এসএসকেএমে নিয়ে যাওয়ার পথে অভিজিতের মৃত্যু হয়। সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁর ভাই শৌভিক মণ্ডল।

মোটরবাইক এবং গাড়িটি আটক করা হয়েছে। গাড়িচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে এসে গাড়িতে ধাক্কা মারে। এর পরেই বাইক থেকে দু’জন ছিটকে পড়েন। রাতে মহেশতলা থানার টহলদারি ভ্যান ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দু’জনকে হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

মহেশতলা থানা সূত্রের খবর, এলাকায় একাধিক বাজির বাজার রয়েছে। তাই ২৪ ঘণ্টাই রাস্তায় টহলদারির পাশাপাশি অ্যাম্বুল্যান্স রাখা থাকে। দুর্ঘটনাপ্রবণ সম্প্রীতি উড়ালপুলেও নজরদারি রয়েছে। বাইকটি তীব্র গতিতে চলায় দুর্ঘটনা ঘটেছে। মোটরবাইকের চালক ও আরোহী, দু’জনের মাথাতেই হেলমেট ছিল। তাঁদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement