Unnatural Death

অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধার

পুলিশ জানিয়েছে, মৃতার নাম সাবিত্রী পূজারী (৭৫)। পুলিশ জানিয়েছে, টালি ছাউনির ঘরে একাই থাকতেন বৃদ্ধা। সন্ধ্যায় তাঁকে ঘরে অচৈতন্য অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৮:০০
Share:

— প্রতীকী চিত্র।

ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল এক বৃদ্ধাকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার, কসবা থানা এলাকার ডি সি চৌধুরী রোডে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সাবিত্রী পূজারী (৭৫)। পুলিশ জানিয়েছে, টালি ছাউনির ঘরে একাই থাকতেন বৃদ্ধা। সন্ধ্যায় তাঁকে ঘরে অচৈতন্য অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement