Bank Strike

এটিএমে দীর্ঘ লাইন বইমেলায়

গিল্ডের অফিসের কাছ থেকে সেই লাইন শুরু হয়ে অনেকটা দূর পর্যন্ত চলে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৮
Share:

—প্রতীকী চিত্র।

দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাঙ্ক ধর্মঘট। তাই শুক্রবার বইমেলায় নগদ টাকায় বই কেনা নিয়ে আশঙ্কায় ছিলেন বইপ্রেমীরা। তাঁদের সেই আশঙ্কা দূর করতেই বইমেলায় এ দিন খোলা রইল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। সেখানে অসংখ্য মানুষকে টাকা তুলতে দেখা গিয়েছে। ওই এটিএমের সামনে দিনভরই দেখা গিয়েছে দীর্ঘ লাইন। গিল্ডের অফিসের কাছ থেকে সেই লাইন শুরু হয়ে অনেকটা দূর পর্যন্ত চলে গিয়েছিল। এ দিন স্টলের বাইরের লাইনকেও টেক্কা দিয়েছে এটিএমে টাকা তোলার সেই ভিড়।

Advertisement

বইপ্রেমীদের একটি বড় অংশেরই অভিযোগ, নেটওয়ার্কের সমস্যা মেলায় গত বারও ছিল। এ বারও সমস্যা হচ্ছে। তার উপরে এটিএম কার্ড ব্যবহারে যা ঝক্কি বাড়ছে, তাতে নগদ ব্যবহার করাই ভাল। কিন্তু বইমেলার মধ্যে যে এটিএম খোলা থাকবে, তা অনেকেই আন্দাজ করেননি। বইপ্রেমীদের বাইরে অনেক স্থানীয়দেরও দেখা গেল মেলায় ঢুকে লাইন দিয়ে টাকা তুলতে। বিক্রেতাদের কথায়, সকলেই কার্ডে বই কিনছেন এমনটা নয়। বই বিক্রি করতে গিয়ে অনেক ক্ষেত্রেই খুচরো লেনদেনও ঘটছে। এ দিন এটিএম চালু থাকায় সেই সমস্যার মুখে পড়তে হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement