Civic Volunteer

আহত যুবক, বিতর্কে পুলিশ

ল্লব সরকার নামে ওই যুবকের পরিবারের দাবি, তাঁর মাথায় হেলমেট ছিল না বলে তিনি ঠাকুরপুকুর ট্র্যাফিক গার্ডের পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০৪:২৫
Share:

প্রতীকী ছবি

এক বাইকচালকের মাথায় লাঠি দিয়ে মারার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। বুধবার শীলপাড়ায় ওই ঘটনা ঘটে। অভিযোগ, আক্রান্ত যুবকের মাথা ফেটে যায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ট্র্যাফিক গার্ড। পল্লব সরকার নামে ওই যুবকের পরিবারের দাবি, তাঁর মাথায় হেলমেট ছিল না বলে তিনি ঠাকুরপুকুর ট্র্যাফিক গার্ডের পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেছিলেন। অভিযোগ, সেই সময়ে এক সিভিক ভলান্টিয়ার লাঠি দিয়ে তাঁর মাথায় মারেন। তাতে পল্লব বাইক সমেত পড়ে গিয়ে জ্ঞান হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লবের মাথা এবং নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। তাঁকে স্থানীয়েরা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পল্লবের মাথায় ছ’টি সেলাই পড়েছে। যদিও ট্র্যাফিক গার্ডের দাবি, পালানোর সময়ে একটি স্কুটারকে ধাক্কা মারেন পল্লব। তাতেই চোট পান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement