ছবি: সংগৃহীত।
কলকাতা থেকে গুজরাতের বন্দর-শহর সুরাতের সরাসরি উড়ান চালু করল এয়ার ইন্ডিয়া। বুধবার সকালে সুরাত থেকে উড়ান আসে কলকাতায়। দুপুরে ১১৪ জন যাত্রী নিয়ে সেটি ফিরে যায়। এই রুটে এয়ারবাস-৩১৯ বিমান চালানো হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি সুরাতে উড়ান চালায় শুধু স্পাইসজেট। সপ্তাহে তিন দিন ওই উড়ান চলে। এয়ার ইন্ডিয়া সপ্তাহে দু’দিন সুরাতের উড়ান চালাবে বলে জানা গিয়েছে।
এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, এই রাজ্যের বহু মানুষ গুজরাতে কর্মসূত্রে যাতায়াত করেন। ব্যবসার কাজেও অনেককে যেতে হয়। ফলে সরাসরি সুরাত যাওয়ার উড়ানের চাহিদা বহু দিনের। লকডাউন শিথিল হওয়ার পরে কিছু দিন চলেছিল অভ্যন্তরীণ উড়ান। তার পরে কলকাতা থেকে আটটি শহরের উড়ান বন্ধ করতে বলে রাজ্য। যার মধ্যে সুরাতও ছিল। কিন্তু তখনও পর্যন্ত কলকাতা-সুরাত সরাসরি উড়ান ছিল না। পয়লা সেপ্টেম্বর নিষেধাজ্ঞা ওঠার পরে কলকাতা থেকে সুরাতের উড়ান চালু করে স্পাইসজেট। এ বার যোগ হল এয়ার ইন্ডিয়া।