FIR

জন্মদিন কাটতেই মৃত্যুর ঘটনায় যুবককে খুনের অভিযোগ দায়ের বাবার

জোড়াসাঁকো থানা এলাকার এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছিল। এই ঘটনায় কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:১৫
Share:

দগ্ধ অবস্থায় ছেলের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় খুনের অভিযোগ দায়ের করলেন বাবা। —প্রতীকী চিত্র।

জন্মদিনের রাত কাটতেই দগ্ধ অবস্থায় ছেলের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় খুনের অভিযোগ দায়ের করলেন বাবা। জোড়াসাঁকো থানা এলাকার এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছিল। এই ঘটনায় কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। তবে, ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে
আসার পরে কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন লালবাজারের কর্তারা।

Advertisement

গত সোমবার সকালে জোড়াসাঁকো থানা এলাকার চিৎপুর রোডে একটি ঘিঞ্জি বস্তির ঘর থেকে প্রশান্ত পাণ্ডে (২৫) ওরফে শিবম নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে দেখে, যুবকের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। তিনি যে তোশকের উপরে শুয়েছিলেন, সেটিও পুড়ে গিয়েছে। প্রতিবেশীদের সূত্রে পুলিশ জানতে পারে, আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবক। তাঁর পরিবার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সেখানেই আছে। রবিবার ছিল প্রশান্তের জন্মদিন। সেই কারণে তিনি বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন বলে প্রতিবেশীদের কারও কারও দাবি। এর পরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন।

প্রতিবেশীরা এ-ও দাবি করেন, অতিরিক্ত মদ্যপানের কারণেই প্রশান্তের মৃত্যু হয়েছে। সেই সময়ে তাঁর হাতে থাকা সিগারেট পড়ে গিয়ে তোশকে আগুন ধরে যায়। যদিও প্রশান্তের বাবা বিদ্যাশঙ্কর পাণ্ডে মঙ্গলবার বলেন, ‘‘আমার ছেলেকে খুন করা হয়েছে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধও ছিল না। পুলিশকে অনুরোধ করেছি, তদন্ত করে ছেলের খুনিকে খুঁজে বার করার জন্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement