প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরে যত্রতত্র দেওয়াল লিখন, পোস্টার লাগানো চলবে না। পড়ুয়াদের অভিযোগ, এমনই নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। কিছু দেওয়াল লিখন কর্তৃপক্ষ মুছেও দিয়েছেন বলে দাবি পড়ুয়াদের।
গত বুধবার ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (নাক) প্রতিনিধিরা প্রেসিডেন্সি ঘুরে গিয়েছেন। তার পরে বৃহস্পতিবার এসএফআই-এর পক্ষে ছাত্র সংসদ নির্বাচন করার পাশাপাশি আরও কিছু দাবি জানিয়ে ক্যাম্পাসে পোস্টার পড়ে। পড়ুয়াদের অভিযোগ, সেই পোস্টার সরানোর নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। অভিযোগ, রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেছেন, সামনেই প্রেসিডেন্সির দ্বিশতবর্ষ পূর্তি। এর আগে স্টুডেন্টস অ্যাক্টিভিটি সেন্টার ছাড়া আর কোথাও দেওয়াল লিখন বা পোস্টার লাগানো চলবে না। এর পরে পড়ুয়ারা ক্যাম্পাসে এন এস বিল্ডিংয়ের দেওয়ালে লিখে দেন পাবলো নেরুদার উক্তি, ‘ইউ ক্যান কাট অল দ্য ফ্লাওয়ার্স বাট ইউ ক্যাননট কিপ স্প্রিং ফ্রম কামিং’। আর মেন বিল্ডিংয়ের দেওয়ালে লেখা হয়, ‘ওরা আমাদের গান গাইতে দেয় না’। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ছাত্র এবং এসএফআই কর্মী অর্কপ্রভ মুখোপাধ্যায় শুক্রবার বলেন, ‘‘আজ বিশ্ববিদ্যালয়ে এসে আমরা দেখি, মেন বিল্ডিংয়ের দেওয়ালের স্লোগান মুছে দেওয়া হয়েছে। আমরা থামব না, লিখেই যাব।’’
তবে এই বিষয়ে কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফোন ধরেননি উপাচার্য অনুরাধা লোহিয়া, রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার। মেসেজেরও উত্তর মেলেনি।
প্রসঙ্গত, প্রেসিডেন্সির সংস্কারের অঙ্গ হিসেবে বেশ কিছু ভবনের বাইরের দেওয়াল টাইলসে মুড়ে দেওয়া হয়েছে। টাইলস লাগানোর সময়ে পড়ুয়াদের করা বেশ কিছু গ্রাফিতি মুছে দেওয়া হয়েছিল। পড়ুয়ারা নতুন টাইলসের উপরেই গ্রাফিতি করে তার প্রতিবাদ করেছিলেন।