উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানগুলোর শ্রমিকদের জন্য বড়বাজারের দোকানে দোকানে ঘুরে ত্রাণ সংগ্রহ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
আগামী মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের বন্ধ হওয়া বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের কাছে যাবেন অধীর। অনাহারে থাকা সেই সব শ্রমিক পরিবারকে সাহায্য করতে শনিবার বড়বাজারের সত্যনারায়ণ পার্কের সামনে এসি মার্কেট থেকে শুরু করে কালাকার স্ট্রিটের বিভিন্ন দোকানে ত্রাণ সংগ্রহে গিয়েছিলেন তিনি। চা-শ্রমিকদের সাহায্যের কথা শুনে কেউ দিলেন কম্বল, কেউ বিস্কুট, চিঁড়ে, কেউ বা টাকা। দোকানের ব্যবসায়ীদের পাশাপাশি পথচারী, যানজটে থমকে থাকা বাসের যাত্রীরাও যে যাঁর সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
চা শ্রমিকদের জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কংগ্রেস কর্মীরা ত্রাণ সংগ্রহ শুরু করেছেন। অধীর নিজে এ দিন কলকাতায় বিকিকিনির ব্যস্ত এলাকা বড়বাজারে ত্রাণ সংগ্রহের শুরুতেই ঘোষণা করেছিলেন, ‘‘চা বাগানে মৃত্যুর মিছিল চলছে। চা-বাগানগুলো ছোট ছোট সোমালিয়া বা আমলাশোলে পরিণত হয়েছে। অথচ এই রাজ্য সরকার চুপ করে রয়েছে। চা শ্রমিকদের পাশে দাঁড়াতে ভিক্ষা চাইতে এসেছি।’’