অবৈধ বহুতলের বিরুদ্ধে ব্যবস্থা

নিকাশি নালার উপরেই তৈরি হয়েছিল বহুতল। বর্ষায় বৃষ্টির জল নামতে পারেনি। ফলে গত বর্ষায় ভেসেছিল বিধাননগর পুর নিগমের চিনার পার্ক এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০১:০২
Share:

নিকাশি নালার উপরেই তৈরি হয়েছিল বহুতল। বর্ষায় বৃষ্টির জল নামতে পারেনি। ফলে গত বর্ষায় ভেসেছিল বিধাননগর পুর নিগমের চিনার পার্ক এলাকা। নিগম এলাকায় ছড়িয়ে থাকা এমন বেশ কিছু নির্মীয়মাণ বহুতলের বিরুদ্ধে এ বার ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর পুরনিগম।

Advertisement

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বৃহস্পতিবার জানান, অনেক বহুতলের অনুমোদিত নকশা নেই। আবার, জলাভূমির উপরেই তৈরি হয়েছে অনেক বহুতল। মেয়র বলেন, ‘‘ওই সব নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, যে সব বহুতলে লোক এসে গিয়েছেন সেগুলিকে ছাড়া দেওয়া হবে। কারণ, প্রেমোটার বেআইনি কাজ করলেও ক্রেতাদের দোষ নেই।’’ নিগমের কর্তারা আরও জানান, বঙ্গীয় পুর-আইন মেনে কোনও নির্মাণের জন্য প্রোমোটার বা নির্মাণকারী সংস্থাকে কী করতে হবে, তার নির্দেশিকাও করে দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement