অঘটন: ই এম বাইপাস সংলগ্ন বাঘা যতীন উড়ালপুলের কাছে মেট্রোর প্রকল্পস্থলে ভেঙে পড়ে একটি ক্রেনের একাংশ। শুক্রবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য
অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্প। শুক্রবার দুপুরে ইএম বাইপাস সংলগ্ন বাঘা যতীন উড়ালপুলের কাছে নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন একটি ক্রেনের ভারোত্তোলক বাহু (বুম) সশব্দে মাটিতে আছড়ে পড়ে। যেখানে ওই ঘটনা ঘটে, তার কয়েক ফুটের মধ্যে এক দিকে রয়েছে প্রকল্পে কর্মরত শ্রমিকদের ছাউনি এবং অন্য দিকে রয়েছে মেট্রো প্রকল্পের একটি সাইট অফিস। যে ভাবে এ দিন অতিকায় বুমটি মাটিতে আছড়ে পড়েছে, তাতে সামান্য এ দিক-ও দিক হলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীদের একাংশ। রাত পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত ক্রেনটি সরানো যায়নি। ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা সূত্রের খবর, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ উড়ালপুলের নীচে ১৭ এবং ১৮ নম্বর স্তম্ভের কাছাকাছি গার্ডার লঞ্চিং স্কিমের সাপোর্ট বা ঠেকনা খোলার সময়ে ওই দুর্ঘটনা ঘটে। শিয়ালদহ দক্ষিণ শাখার রেললাইন নিউ গড়িয়ার দিকে মেট্রোর উড়ালপথ (ভায়াডাক্ট) নির্মাণের কাজ চলছে। কংক্রিটের স্তম্ভের উপরে ঢালাই করা বিশেষ খণ্ড পরপর জুড়ে তৈরি হচ্ছে ওই পথ। গার্ডারের মতো কংক্রিটের খণ্ড উপরে তুলে একসঙ্গে জোড়ার কাজ করা হচ্ছে লঞ্চিং গার্ডার ব্যবহার করে।
মেট্রোপথের যে অংশটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, এ দিন ওই অংশের লঞ্চিং গার্ডারের নীচে ঠেকনা খোলার কাজ করছিল একসঙ্গে তিনটি ক্রেন। সেই সময়েই আচমকা প্রায় ৪০ টন ভার উত্তোলনের ক্ষমতাসম্পন্ন একটি ক্রেন পিছন দিকে উল্টে যায়। সেটির বুম সজোরে গিয়ে ধাক্কা মারে একটি জেনারেটরে। ঘটনার অভিঘাতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত শ্রমিকেরা।
মেট্রো সূত্রের খবর, ক্রেনের চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটে। ঘণ্টাখানেক পরে অন্য একটি ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ক্রেনটি সরানোর চেষ্টা করা হলেও লাভ হয়নি। বরং আচমকা বুম ছিটকে গিয়ে মেট্রো প্রকল্পের সাইট অফিস এবং উড়ালপথ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় অনেক বেশি সতর্কতা নিয়ে কর্তৃপক্ষকে কাজ করতে হয়। তবে মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী, আজ, শনিবারের মধ্যে ক্ষতিগ্রস্ত ক্রেনটি সরানো যাবে। এ প্রসঙ্গে মেট্রোর এক কর্তা বলেন, ‘‘একটা ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হননি। বড় কোনও বিপত্তিও হয়নি।’’