Accident

Accident: হেস্টিংসে দুর্ঘটনায় মৃত্যু বেপরোয়া ট্রেলার চালকের

পুলিশের একাংশের মতে, রাতের শহরে সতর্ক ভাবে গাড়ি চালানোর জন্য চালকদের বার বার সাবধান করা হয়। কিন্তু তা সত্ত্বেও কিছু চালক সেই পরামর্শে কান দিতে নারাজ। বুধবার রাতের ঘটনা ফের সেটাই প্রমাণ করল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ০৭:০৪
Share:

অবশেষ: দুর্ঘটনাগ্রস্ত সেই কন্টেনারের ভাঙা অংশ। বৃহস্পতিবার, হেস্টিংস মোড়ে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

বিরাট কন্টেনারবাহী একটি ট্রেলার। অথচ, তার সামনের অংশটি কার্যত গুঁড়িয়ে গিয়েছে! বুধবার মধ্যরাতে এমনই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল কলকাতার হেস্টিংস মোড়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রেলারের চালক অশোক যাদবের (২৭)। তাঁর বাড়ি কলকাতার সিক লেনে। গুরুতর আহত হয়েছেন ট্রেলারের খালাসি পিন্টু কুমার। ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা পিন্টু বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের খবর, বুধবার রাত ১২টা নাগাদ অশোক ট্রেলারটি নিয়ে খিদিরপুর রোড ধরে যাচ্ছিলেন। সেই সময়ে হেস্টিংস মোড়ে গাড়ির জট ছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জেনেছে, বেপরোয়া এবং বিপজ্জনক ভাবে ট্রেলারটি চালাচ্ছিলেন অশোক। যানজটের মধ্যে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা মারেন তিনি। সেই ধাক্কার অভিঘাতেই ট্রেলারের সামনের অংশটি তুবড়ে যায়। পুলিশ এসে অশোক এবং পিন্টুকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা অশোককে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশের একাংশের মতে, রাতের শহরে সতর্ক ভাবে গাড়ি চালানোর জন্য চালকদের বার বার সাবধান করা হয়। কিন্তু তা সত্ত্বেও কিছু চালক সেই পরামর্শে কান দিতে নারাজ। বুধবার রাতের ঘটনা ফের সেটাই প্রমাণ করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement