প্রতীকী ছবি।
কলকাতা বন্দর থেকে উদ্ধার হল প্রায় ৪০ কিলোগ্রাম হেরোইন। গুজরাত পুলিশের সন্ত্রাস বিরোধী শাখা (এটিএস) এবং ‘ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স’-এর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ মাদক। যার বাজারদর কয়েক কোটি টাকা বলেই মনে করা হচ্ছে।
গোপন সূত্র মারফত জলপথে মাদক দ্রব্য আসার খবর পেয়েই শুক্রবার কলকাতা বন্দরে অভিযান চালায় গুজরাতের এটিএস। বন্দরে আসা একটি জাহাজকে দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এর পর জাহাজে তল্লাশি চালাতে গিয়ে মেলে কয়েকটি গিয়ার বক্সের বড় বাক্স। সেগুলি খুলতেই বেরিয়ে আসে হেরোইনের অন্তত ৭২টি প্যাকেট। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, সব মিলিয়ে ৩৯.৫ কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
গোয়েন্দা সূত্রেই খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাই থেকে ওই মাদক আমদানি করা হয়েছিল।