water mate

বৃদ্ধকে বাঁচালেন জলসাথী প্রকল্পের কর্মী

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রৌঢ়কে বাঁচিয়ে টাল সামলাতে না পেরে লঞ্চ আর জেটির মাঝের ফাঁকে পড়ে যান মনোতোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩২
Share:

প্রতীকী চিত্র।

জেটি থেকে নদীতে ঝাঁপ দিতে যাওয়া এক প্রৌঢ়কে জীবন বিপন্ন করে বাঁচালেন রাজ্যের জলসাথী প্রকল্পের এক কর্মী।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার এক নম্বর লঞ্চঘাটে। পুলিশ জানিয়েছে, এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ উত্তরপাড়ার বাসিন্দা ওই প্রৌঢ় এক নম্বর জেটিতে আসেন। কিছু ক্ষণ ইতস্তত ঘোরাঘুরির পরে তিনি আর্মেনিয়ান ঘাটগামী লঞ্চে ওঠার জন্য দাঁড়ান। সে সময়ে রোজকার মতোই জেটিতে অপেক্ষমাণ অন্য যাত্রীদের উপরে নজরদারি চালাচ্ছিলেন জলসাথী প্রকল্পের কর্মী মনোতোষ চৌধুরী। তিনি বলেন, ‘‘হঠাৎ চোখে পড়ে, এক ব্যক্তি লঞ্চে না উঠে জেটির কিনারার দিকে এগিয়ে যাচ্ছেন। আমার সন্দেহ হওয়ায় এগিয়ে যাই। তখনই ওই প্রৌঢ় গঙ্গায় ঝাঁপ দিতে যান। আমি পিছন থেকে ওঁকে জাপটে ধরে জেটির মধ্যে ঠেলে দিয়ে নিজে পড়ে যাই।’’

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রৌঢ়কে বাঁচিয়ে টাল সামলাতে না পেরে লঞ্চ আর জেটির মাঝের ফাঁকে পড়ে যান মনোতোষ। তবে সেখান থেকে নদীতে পড়ে যাননি। নিজের বুদ্ধিমত্তায় লঞ্চের লোহার হাতল ধরে কোনও রকমে উঠে আসেন। পরে ওই প্রৌঢ়কে উদ্ধার করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, আর্থিক সমস্যার কারণে তিনি গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement