Coronavirus Lockdown

ফি মকুবের দাবিতে থামছে না বিক্ষোভ

কামারহাটির ওই স্কুলের অভিভাবকদের অভিযোগ, নতুন শ্রেণিতে ভর্তির জন্য যে টাকা নেওয়া হয়েছে তাতে কার্নিভাল, বিদ্যুতের খরচ, সরস্বতী পুজো, ল্যাবের জন্য ফি নেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০৫:১১
Share:

প্রতীকী ছবি।

অন্য বেশ কয়েকটি স্কুলের মতো শুধু টিউশন ফি দেওয়ার দাবিতে এ বার বিক্ষোভ দেখালেন কামারহাটির একটি বেসরকারি স্কুলের অভিভাবকেরাও। বুধবার ওই ঘটনার পাশাপাশি লকডাউনের সময়ে স্কুল এবং কলেজের ফি মকুবের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই-ও।

Advertisement

কামারহাটির ওই স্কুলের অভিভাবকদের অভিযোগ, নতুন শ্রেণিতে ভর্তির জন্য যে টাকা নেওয়া হয়েছে তাতে কার্নিভাল, বিদ্যুতের খরচ, সরস্বতী পুজো, ল্যাবের জন্য ফি নেওয়া হচ্ছে। যে হেতু স্কুল বন্ধ রয়েছে তাই ওই সব ফি দিতে রাজি নন অভিভাবকেরা। তাঁদের আরও দাবি, কয়েক দিন আগে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনলাইনে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হবে। তা না করে উল্টে ভর্তির জন্য অভিভাবকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। অনলাইন এবং অফলাইনে ভর্তির প্রক্রিয়া চলছে জানতে পেরে এ দিন তারও প্রতিবাদে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। কামারহাটির আরিয়ান স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এ দিন কোনও মন্তব্য করতে রাজি হননি।

এ দিন এসএফআই-এর কলকাতা জেলা প্রেসিডেন্ট অর্জুন রায় বলেন, ‘‘অনেক পড়ুয়ার অভিভাবকই লকডাউনের জন্য কর্মহীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে ফি মকুবের দাবি করছি।’’

Advertisement

এ দিন ‘অশোক হল গ্রুপ অব স্কুলস’-এর তরফে জানানো হয়েছে, তাদের সব স্কুলেই বার্ষিক ফি-এর প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে সামগ্রিক ভাবে ১৮০০ টাকা করে কমানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement