House Donate

অ্যাম্বুল্যান্স ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে বাড়ি দান বৃদ্ধের

জরাজীর্ণ বাড়িটি সংস্কারের পরে সেখানে হবে সেন্ট জন অ্যাম্বুল্যান্স ব্রিগেডের শরৎ ব্রহ্মচারী অ্যাম্বুল্যান্স ডিভিশনের নতুন দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ০৬:২৮
Share:

—প্রতীকী চিত্র।

অ্যাম্বুল্যান্স ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্র তৈরির উদ্দেশ্যে নিজের বসতবাড়ি দান করলেন অবসরপ্রাপ্ত এক হিসাবরক্ষক। কসবার পোস্ট অফিস এলাকার বাসিন্দা, চুনীলাল পাল নামে ৯৭ বছরের ওই বৃদ্ধ কিছু দিন আগেই এই ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। গত ১০ মে, অক্ষয় তৃতীয়ার দিনে এই হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়। জরাজীর্ণ বাড়িটি সংস্কারের পরে সেখানে হবে সেন্ট জন অ্যাম্বুল্যান্স ব্রিগেডের শরৎ ব্রহ্মচারী অ্যাম্বুল্যান্স ডিভিশনের নতুন দফতর। সেখানে মেয়েদের নার্সিং, প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন ইত্যাদির প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়াও সাধারণ মানুষের চিকিৎসা কেন্দ্র, প্যাথলজি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে ব্রিগেড সূত্রে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, সেন্ট জন অ্যাম্বুল্যান্স ব্রিগেড কয়েক দশক ধরে বিপর্যয় কবলিত মানুষদের উদ্ধার ও নানা চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণের কাজে যুক্ত। সম্পর্কে ওই বৃদ্ধের ভাইপো, অ্যাম্বুল্যান্স ব্রিগেডের সঙ্গে যুক্ত দেবজ্যোতি পাল জানান, শুধু নিজের বাড়ি দান করাই নয়, এর আগে একাধিক স্কুল ও সেবা প্রতিষ্ঠানকে অর্থসাহায্য করেছেন তাঁর কাকা এবং প্রয়াত কাকিমা, প্রাক্তন শিক্ষিকাগীতা ভট্টাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement