Crime

মাকে গলা টিপে খুন করে থানায় গিয়ে ধরা দিল ছেলে

স্থানীয়েরা জানান, পূর্বাচলের ২১ নম্বর গলিতে থাকত ওই পরিবারটি। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না। পুলিশ প্রাথমিক ভাবে জেনেছে, সোমনাথ নানা কারণে মানসিক অশান্তিতে ভুগছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ০৭:২৪
Share:

প্রতীকী ছবি।

মাকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে। বিধাননগর কমিশনারেটের অধীনে নারায়ণপুর থানা এলাকার পূর্বাচলে মঙ্গলবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে লক্ষ্মী সামন্ত (৪৯) নামে এক মহিলাকে। সোমবার শেষ রাতে ওই ঘটনার পরে মৃতার ছেলে সোমনাথ সামন্ত থানায় এসে আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ।

Advertisement

স্থানীয়েরা জানান, পূর্বাচলের ২১ নম্বর গলিতে থাকত ওই পরিবারটি। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না। পুলিশ প্রাথমিক ভাবে জেনেছে, সোমনাথ নানা কারণে মানসিক অশান্তিতে ভুগছিল। পূর্বাচলের ওই বাড়িতে মায়ের সঙ্গেই থাকত সে। তার স্ত্রী আলাদা থাকেন। ইদানীং সোমনাথের হাতে কোনও কাজ ছিল না। চরম আর্থিক স‌ঙ্কটের মধ্যে ছিল পরিবারটি। এ সব নিয়েই বাড়িতে মাঝেমধ্যে মায়ের সঙ্গে তার ঝগড়া হত। সোমবার রাতেও মা ও ছেলের মধ্যে গোলমাল হয়েছিল বলে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে পুলিশ।

তদন্তকারীরা জানান, জেরার মুখে সোমনাথ জানিয়েছে, সে রাগের বশে মায়ের গলা টিপে ধরেছিল। তাতেই মৃত্যু হয় লক্ষ্মীর। এর পরে সোমনাথ নিজেই নারায়ণপুর থানায় হাজির হয়। মাকে খুনের ঘটনার কথা জানাতে পুলিশকর্মীরাও অবাক হয়ে যান। সোমনাথকে থানায় বসিয়ে রেখে পুলিশ পূর্বাচলের ওই বাড়িতে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ সোমনাথের কথা বিশ্বাস করলেও মহিলার মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement