নিউ টাউনে ‘প্রহৃত’ প্রতিবাদী

প্রতিবাদ করতে গিয়ে ফের নিগৃহীত হলেন এক ব্যক্তি। শনিবার নিউ টাউনের চণ্ডীবেড়িয়ার ঘটনা। এই ঘটনায় তাপস মণ্ডল ও রামপ্রসাদ মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৭
Share:

প্রতিবাদ করতে গিয়ে ফের নিগৃহীত হলেন এক ব্যক্তি। শনিবার নিউ টাউনের চণ্ডীবেড়িয়ার ঘটনা। এই ঘটনায় তাপস মণ্ডল ও রামপ্রসাদ মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, বিশ্বনাথ পটলাক (৪৮) নামে এক ব্যক্তির এক প্রতিবেশীর বাড়িতে ঘটনার রাতে মদের আসরে হইচই চলছিল বলে অভিযোগ। তার প্রতিবাদ করতে গেলে কয়েক জন বিশ্বনাথবাবুকে মারধর করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে ছুটে যান ছেলে সত্যজিৎ। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে দু’জনের মাথায় আঘাত করা হয়। গোলমাল থামাতে স্থানীয়েরা ছুটে যান। গুরুতর জখম অবস্থায় বিশ্বনাথবাবু ও সত্যজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে রাতেই তাপস ও রামপ্রসাদকে গ্রেফতার করে।

বাসিন্দাদের অভিযোগ, মাঝেমধ্যেই ওই বাড়িতে এই ধরনের আসর বসে। অনেকে যোগ দিতেও আসেন। আসর বন্ধের জন্য আগেও কয়েক বার অনুরোধ করা হয়েছিল। বাসিন্দাদের বক্তব্য, কেউ কারও বাড়িতে বসে কী করবেন, তা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু পাড়ার শান্তি বিঘ্নিত হলে কেউ প্রতিবাদ করতেই পারেন।

Advertisement

উল্লেখ্য, কিছু দিন আগে সল্টলেকের দু’টি ভিন্ন ব্লকে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মার খেতে হয়েছিল বাসিন্দাদের। এমনকী একটি ঘটনায় অভিযুক্তেরা বাসিন্দাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টাও করেছিল বলে অভিযোগ। দু’টি ঘটনাতেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement