Death

হাই-টেনশন তারে দগ্ধ শ্রমিকের মৃত্যু এসএসকেএমে

পুলিশ জানিয়েছে, নাজিবুলের একটি শিশুসন্তান রয়েছে। বুধবার বিকেলে তাঁর দেহের ময়না তদন্তের পরে বাড়ির পথে রওনা দেয়। মৃতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ করা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ০৬:০৮
Share:

—প্রতীকী চিত্র।

হাই-টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়া সেই শ্রমিকের মৃত্যু হল। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে এসএসকেএম হাসপাতালে মারা যান দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা নাজিবুল শেখ (২৩)।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে আনন্দপুরের বাইপাস সংলগ্ন মার্টিনপাড়ার একটি বহুতলে পাইপ সারানোর কাজ করছিলেন নাজিবুল। বহুতলের ছাদে উঠে আগাছা পরিষ্কার করার সময়ে হাই-টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করে ঝুলতে থাকেন ওই যুবক। পরে পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা তাঁকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, ভর্তির সময়েই নাজিবুলের শরীরের বেশির ভাগ অংশ ঝলসে গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, নাজিবুলের একটি শিশুসন্তান রয়েছে। বুধবার বিকেলে তাঁর দেহের ময়না তদন্তের পরে বাড়ির পথে রওনা দেয়। মৃতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ করা হয়নি। আনন্দপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement