maa flyover

Maa Flyover: মা উড়ালপুলে আগুন, অফিসে যাওয়ার মুখে যানজটে ভোগান্তি নিত্যযাত্রীদের

মা উড়াল পুলে জমা আবর্জনায় আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা, পুলিশ আগুনের কারণ খতিয়ে দেখছে। সকাল ৯টা নাগাদ আগুন লাগে বলে অনুমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ০৯:৫৪
Share:

জমা আবর্জনায় আগুন লেগেছে বলে অনুমান।

জমা আবর্জনায় আগুন লেগে সাতসকালে যানজট মা উড়ালপুলে। সকাল ৯টা নাগাদ আগুন লাগে বলে অনুমান। পুলিশ আগুনের কারণ খতিয়ে দেখছে। দশটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণেও আসে। তবে আগুন লেগে যানজট শুরু হলেও পরে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

মা উড়ালপুলে দুর্ঘটনার খবর অবশ্য নতুন নয়। এর আগে চিনা মঞ্জায় বহু বাইকারোহী আহত হয়েছেন মা উড়ালপুলে। বেপরোয়া গাড়ি চালিয়ে উড়ালপুল থেকে সোজা নীচে রাস্তায় পড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে সম্প্রতি। বারবার খবরের শিরোনামে আসা মা উড়ালপুলে দুর্ঘটনাগুলির কথা মাথায় রেখে রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজও চলছে। তার মধ্যেই এ বার আগুন লাগার ঘটনাও ঘটল উড়ালপুলে।

প্রাথমিক অনুমান, উড়ালপুলে জমা করে রাখা আবর্জনাতে আগুন লেগেই বিপত্তি। যদিও কী ভাবে সেই আবর্জনায় আগুন লাগল তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ জানার চেষ্টা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement