SSKM

দুর্ঘটনায় গুরুতর জখম আট জনের চিকিৎসা পিজি-তে

আহতদের বিভিন্ন জেলা থেকে শহরের ওই হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের অস্ত্রোপচার হয়েছে। সূত্রের খবর, সকলেই স্থিতিশীল রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০৮:৪৬
Share:

তিন জনের অস্ত্রোপচার হয়েছে। —ফাইল চিত্র।

নতুন বছরের প্রথম দিনেই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন হলেন আট জন। ওই রোগীদের বিভিন্ন জেলা থেকে শহরের ওই হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের অস্ত্রোপচার হয়েছে। সূত্রের খবর, সকলেই স্থিতিশীল রয়েছেন।

Advertisement

জানা যাচ্ছে, বর্ষবরণের রাত ৮টা থেকে নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ, বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ১২ ঘণ্টায় পথ দুর্ঘটনায় আক্রান্ত ৭৪ জন রোগীকে ট্রমা কেয়ারে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ৬৬ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইমামবাড়া, বারাসত, হরিপাল, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা থেকে আসা মোট আট জন রোগীকে ভর্তি করতে হয়েছে।

এঁদের মধ্যে এক জন তরুণী রয়েছেন। যাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর মাথায় আঘাত রয়েছে। এ ছাড়াও আরও চার জনের মাথায় আঘাত লেগেছে। বাকি তিন জনের কারও হাড় ভেঙেছে, কারও বুকে আঘাত লেগেছে এবং দুর্ঘটনায় শরীরে বড় আকারের ক্ষত তৈরি হয়েছে। এ দিন এক জনের অস্ত্রোপচার করেছে স্নায়ু-শল্য এবং দু’জনের অস্ত্রোপচার করেছে শল্য বিভাগ।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য ট্রমা কেয়ারে সব রকমের ব্যবস্থা আগাম করে রাখা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement