ঘোষণা: প্রকাশ হল ডোভার লেন সঙ্গীত সম্মেলনের সূচি। শুক্রবার। নিজস্ব চিত্র
আগামী ২২ জানুয়ারি দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে শুরু হচ্ছে ৬৮তম বর্ষের ডোভার লেন সঙ্গীত সম্মেলন। রবিশঙ্করের জন্মশতবর্ষে এ বার তাঁকে উৎসর্গ করা হয়েছে এই সম্মেলন। বিভিন্ন দিনের অনুষ্ঠানে অংশ নেবেন আমান আলি খান, যশরাজ, রাশিদ খান, অজয় চক্রবর্তী, হরিপ্রসাদ চৌরাসিয়া, অশ্বিনী ভিদে, সুজাত হুসেন খান, আরতি আঙ্কলিকর-সহ বহু বিশিষ্ট শিল্পী। অনুরাধা পালের নেতৃত্বে ‘স্ত্রী শক্তি’-র নিবেদনে থাকবে বিভিন্ন বাদ্যযন্ত্রের সম্মেলক। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, এ বছর ‘সঙ্গীত সম্মান’ তুলে দেওয়া হবে বিশিষ্ট তবলাশিল্পী আশিস খানের হাতে। উদ্যোক্তাদের তরফে বাপ্পা সেন জানিয়েছেন, সূচনা-সন্ধ্যায় স্মরণ করা হবে কণ্ঠশিল্পী রমাকান্ত গুন্ডিচাকে। অনুষ্ঠান চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।