ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বাধা দিয়ে গ্রেফতার ৫

ফুলবাগান এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের ঠিকাদার গৌতম গুপ্তের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ ফুলবাগান মোড়ের কাছে ট্রাকে চাপিয়ে নির্মাণ সামগ্রী এসেছিল। এক দল যুবক ট্রাকটি আটকে ৫০ হাজার টাকা দাবি করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৮ ০২:০৪
Share:

—ফাইল চিত্র।

প্রোমোটার কিংবা আমজনতার অনেকেরই ইমারতি দ্রব্য কিনতে গিয়ে সিন্ডিকেটের দাপটের মুখে পড়তে হয়েছে। এ বার একই অভিজ্ঞতা হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এক ঠিকাদারের। এ ক্ষেত্রে অভিযোগ মিলতেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে, ফুলবাগান এলাকা থেকে। ধৃতদের নাম শীতল হরি, দীপক দাস, বিশ্বজিৎ হরি, শশীকান্ত ও দীপু সাউ। তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বাকিদের খোঁজ চলছে।

Advertisement

ফুলবাগান এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের ঠিকাদার গৌতম গুপ্তের অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ ফুলবাগান মোড়ের কাছে ট্রাকে চাপিয়ে নির্মাণ সামগ্রী এসেছিল। এক দল যুবক ট্রাকটি আটকে ৫০ হাজার টাকা দাবি করে। এমনকি টাকা না পেলে গৌতমবাবুকে খুনের হুমকিও দেয় তারা। টাকা না পাওয়ায় ইমারতি দ্রব্য নামাতে দেয়নি অভিযুক্তেরা। গৌতমবাবুর অভিযোগে সরাসরি সিন্ডিকেটের উল্লেখ ছিল না। তবে পুলিশের দাবি, এই তোলাবাজির পিছনে ইমারতি দ্রব্য সরবরাহের চক্রই রয়েছে। এ ক্ষেত্রে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ জড়িয়ে থাকায় বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। শনিবার গৌতমবাবু ফুলবাগান থানায় এ নিয়ে অভিযোগ জানানোর পরেই ধরা হয় অভিযুক্তদের। বাকিরা পলাতক। রবিবার ধৃত পাঁচ জনকে শিয়ালদহ আদালতে হাজির করানো হলে বিচারক ৬ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement