SSC

SSC candidate: মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন দিতে গিয়ে আটক ৪ এসএসসি চাকরিপ্রার্থী

১০ দিন ধরে শহিদ মিনারের কাছে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি-র শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। চার দিন ধরে তাঁরা রিলে অনশন করছেন। রবিবার সকালে তাঁদের চার জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাডি়তে যায় ডেপুটেশন জমা দিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৪:০৭
Share:

শহিদ মিনারে বিক্ষোভরত আন্দোলনকারী। নিজস্ব চিত্র

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়িতে ডেপুটেশেন দিতে গিয়ে আটক হলেন চার এসএসসি-র শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থী। তাঁদের সঙ্গে সিভিক ভলান্টিয়াররা দুর্বব্যহার করেছেন বলে অভিযোগ করেন ওই চাকরিপ্রার্থীরা। আটক আন্দোলনকারীদের লালবাজারে নিয়ে যায় পুলিশ।

১০ দিন ধরে শহিদ মিনারের কাছে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি-র শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। চার দিন ধরে তাঁরা রিলে অনশন করছেন। রবিবার সকালে তাঁদের চার জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাডি়তে যায় ডেপুটেশন জমা দিতে। কিন্তু সেখানে তাঁদের বাধা দেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই সিভিক ভলান্টিয়াররা। পুলিশ ওই প্রতিনিধি দলের চার জনকে আটক করে।

Advertisement

এ দিকে শহিদ মিনারে অনশনরত এসএসসি চাকরিপ্রার্থীদের পাঁচ জন অসুস্থ হয়ে পড়েন রবিবার। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ২০১৯ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এই নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন করছে এসএসসি যুব মঞ্চ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement